বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি মহানগর বিএনপির সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
তিনি বলেন,বিএনপির ৩১ দফাকে বাস্তবায়ন করতে হলে জনগণকে আমাদের সাথে সম্পৃক্ত করতে হবে। আমরা নেতাকর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফা মানুষকে বুঝাতে হবে। মানুষ আর কোনো নির্যাতন, জুলুম দেখতে চায় না।
আসুন, নিজে সৎ হই৷ অন্যকে সৎ হতে উৎসাহিত করি।
তিনি আরো বলেন,কুমিল্লায় মহানগর বিএনপির সম্মেলনের মতো আমি দেশের কোথায় এমন সুশৃংখল প্রোগ্রাম দেখি নি, গণতান্ত্রিকভাবে কুমিল্লা মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। দেশের ১৮ কোটি মানুষের নেতা ও আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছে সামনের নির্বাচন হবে কঠিন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলীয় নির্দেশনা মেনে চলবো।
বিগত ১৬ বছর আমরা অনেক আন্দোলন সংগ্রাম করছি,আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কারো প্রতি অন্যায় ও অবিচার করবেন না, পতিত হাসিনার সরকারের মতো কাউকে আর অন্যায় করতে দেওয়া হবে না।