জাহিদ হাসান নাইম।।
কুমিল্লা বিতর্ক পরিষদের প্রধান উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত প্রফেসর আমীর আলী চৌধুরী স্মরণে ‘স্মরণ সভা’ সম্পন্ন হয়েছে। কুমিল্লা বিতর্ক পরিষদের উদ্যোগে রবিবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর দৈনিক আমাদের কুমিল্লা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়৷
কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি সাংবাদিক শাহাজাদাএমরানের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোসলেহ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, সান মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান প্রফেসর ডা. মোঃ আবদুল লতিফ,সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা পরিবহন মালিক সমিতির সভাপতি জামিল আহমেদ খন্দকার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, সিপিবি কুমিল্লার সংগঠক শেখ আবদুল মান্নান, বাপা কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, নাটাব কুমিল্লার নির্বাহী সম্পাদক প্রফেসর ডা. আতাউর রহমান, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বাহার রায়হান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিতর্ক পরিষদের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুম। আলোচনা সভার পর বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান প্রফেসর আমীর আলী চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আলাচনা সভার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা আবু হানিফ মজুমদার।
আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, প্রফেসর আমীর আলী চৌধুরী ছিলেন একজন মাটির মানুষ। তার জীবন ছিল বর্ণঢ্য। কুমিল্লার সামাজিক জীবনে তিনি একজন অভিভাবক ছিলেন সবার। আমীর আলী চৌধুরী বিশ্বাস করতেন, বিশ্ববিদ্যালয়গুলো হতে হবে বিশ্বমানের। তবেই দেশ এবং জাতি উন্নত হবে। কুমিল্লার সমাজ পরিবর্তন ও সাহিত্যের কথা যিনি সব সময় চিন্তা করতেন , তাদের মধ্যে অন্যতম ছিলেন আমীর আলী চৌধুরী। আমীর আলী স্যার ছিলেন আমাদের জন্য অলংকরণ, আজ সেই অলংকরণ আমাদের মাঝে নেই। আল্লাহ স্যারকে জান্নাত নসিব করুন। কুমিল্লার সমাজ সংস্কৃতির একজন বড় সেবক ছিলেন তিনি। তার শূণ্যস্থান সহজে পূরণ হবার নয়।