কুমিল্লা নগরীর রেইস কোর্সের সিলভার শাপলা টাওয়ারের ডা. জহির হত্যাকাণ্ডের ঘটনায় অনাকাঙ্খিত ভাবে গোল্ড সিলভার হোমস লি. এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ফারুক আহমেদকে মামলায় জড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন সেভ দ্যা হিউম্যানিটির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।
এক বিবৃতিতে মো. মোস্তাফিজুর রহমান বলেন, একজন ডেভলপার যখন ভবন তৈরী করে সব বিক্রি করে চলে আসেন তখন আর সেখানে তার কোন কাজ থাকে না। তখন ঐ ভবনে বসবাসকারি পরিবারগুলোই সব কিছু দেখাশুনা করেন। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, শুধু মাত্র হয়রানি করার জন্যই বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক ফারুক আহমেদকে আসামী করা হয়েছে। আমরা সেভ দ্যা হিউম্যানিটির পক্ষ থেকে এই মামলা থেকে জনাব ফারুক আহমেদের নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।