বন্ধুর সংজ্ঞা এক-একজনের কাছে এক-একরকম। যে সবসময় বিপদে-আপদে পাশে থাকে, যার কাছে সবকিছু শেয়ার করা যায় এবং যে বিশ্বাসের জায়গা বজায় রাখে তাকেই বন্ধু বলে। আর প্রিয় এই বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে যদি তা ফেরত না দেওয়া হয় তখন এই সুন্দর সম্পর্কটা মলিন হয়ে যায়। এমন অনেকেই রয়েছেন যারা সময়মতো ধারের টাকা পরিশোধ না করায় বন্ধুত্বের মধ্যে দূরত্ব বা ভুল-বোঝাবুঝির সম্মুখীন হয়েছেন।
যদি তাই হয়, তাহলে আজ কিন্তু সে দূরত্ব দূর করার সুযোগ রয়েছে। কারণ, আজ বন্ধুকে ধারের টাকা ফেরত দেওয়ার দিন।
টাকা বা অর্থ বন্ধুত্বে ফাটল ধরায় কিনা তা নিয়ে এক জরিপ চালায় যুক্তরাষ্ট্র। ‘ফ্রেন্ডস এগেইন রিপোর্ট’ নামে ওই জরিপে দেখা যায়, ৫৩ শতাংশ অংশগ্রহণকারীরই বন্ধুত্ব নষ্ট হয়েছে, টাকা ধার নেওয়ার কারণে কিংবা ধারের টাকা কখনও ফেরত না পাওয়ার কারণে!
এ সমস্যা সমাধানের উপায় হিসেবে প্রত্যেক বছরের ১৭ অক্টোবরকে ‘ন্যাশনাল পে ব্যাক এ ফেন্ড’ হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবছর এদিনে দিনটি পালন করে দেশটি।
তাই প্রিয় বন্ধুর তিক্ত অনুভূতিকে দূর করতে আজই ধারের টাকা পরিশোধ করুন।