আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি : হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বার প্রতিনিধি ।।
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। গত ১৬ বছরের সব ঝড়-ঝঞ্ঝা আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা থামবো না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার সরকারী রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী আয়োজিত ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্নে তোমাকে ঘুমাতে দিবে না। অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের সন্তানদের এ মেলায় নিয়ে আসুন সবগুলো স্টল ঘুরিয়ে দেখান এবং মেলা থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করুন আপনার সন্তান এই ফেস্ট থেকে কি শিখতে পেরেছে।

তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, অনেক ছেলে এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়, আর মেয়েদের বিয়ে দিয়ে দেয়। এটি খুবই দু:খজনক। আমি বলব তোমরা স্বপ্নটাকে বড় করে দেখ, ওই স্বপ্নে পৌছে দেয়া পর্যন্ত আমরা তোমাদের সহযোগিতা করব।

দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টে আরও বক্তব্য রাখেন, দেশ বরেণ্য কন্ঠ শিল্পী আসিফ আকবর, ফ্রিল্যান্স ইনভেস্টগেটিভ সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার। ফেস্টের উদ্বোধনী বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুল হাসনাত খাঁন।

এসময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামদুদ্দীন মোহাম্মদ ইলিয়াস।

হাসনাত আবদুল্লাহ অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট মোট ৩৯ টি স্টল রয়েছে। মেলায় সন্ধ্যায় আভাস ব্যান্ডের শিল্পীদের পরিবেশনায় কনসার্ট হয়।