আবু সুফিয়ান রাসেল।।
কমলাঙ্ক সাহিত্য একাডেমি, কুমিল্লার প্রথম সাহিত্য সম্মেলন ৭,৮ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (৭ জুলাই) বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ আয়োজনে বাংলাদেশ-ভারতের পরিচিত লেখকরা থাকবেন।
সংগঠনের সভাপতি ড. আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজন পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর আমীর আলী চৌধুরী। আহ্বায়ক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, আবৃত্তিশিল্পী বদরুল হুদা জেনু, সদস্য সচিব অধ্যক্ষ নার্গিস আক্তার। এছাড়াও আয়োজনের উপ-পর্ষদের সদস্যরা মূল পর্ষদের সদস্য হিসাবে থাকবেন।
কমলাঙ্ক সাহিত্য একাডেমি, কুমিল্লার সভাপতি ড. আলী হোসেন চৌধুরী জানান, দীর্ঘদিন পর কুমিল্লায় বড় আয়োজনে সাহিত্য সম্মেলন। দুই বাংলার কবি, সাহিত্যিক ও লেখকদের মিলনমেলা হবে। কুমিল্লার সাহিত্য-সংস্কৃতি প্রেমীদের সহযোগীতায় এ আয়োজন হবে।