ভারত সরকার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কুমিল্লা সদর উপজেলার শাহপুর ও সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে। অভিযোগ রয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫০ গজের বাইরে বাংলাদেশ সীমানায় কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে, যা আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী নিষিদ্ধ।
এই নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ স্থানীয় বাংলাদেশিদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে কুমিল্লার সীমান্তবর্তী এলাকার জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ২০৮৫ নম্বর পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফ বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখায়। এতে সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, তারা সড়কপথে চলাচল করলে বিএসএফ তাদের বাধা দেয় এবং অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না।
বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা অভিযোগ করেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, নো-ম্যানস ল্যান্ডের ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ। তবে ভারত সরকার সে আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, যা বাংলাদেশিদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এসব অভিযোগের বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবিএমএস, পিবিজিএমএস,পিএসসি বলেন, সীমান্তের এ কাঁটাতারের কাজের নিকট ২ সপ্তাহে দুই বার আমি পরিদর্শন করেছি। তাদের অনুমোদিত নকশা আমাদেরকে দেখিয়েছে। তারা নকশার বহির্ভূত কোন কাজ করছে কিনা তার জন্য বিজিবি সর্বক্ষণ মনিটরিং করছে। তারা নকশার বহির্ভূত কাজ করলে আমরা বাধা দেই এবং কাজ স্টপ করতে বাধ্য হয়।
তিনি আরও বলেন, বিএসএফ ভয়ভীতি বা হুমকি এমনটি দেওয়ার কথা নয়, আমরা যাব অথবা বিজিবি পাঠাব, কেন এসব হুমকি ধমকি দিবে! বিজিবি বসে নেই, সর্বক্ষণ বিজিবি সেখানে মনিটরিং এ নিয়োজিত আছে।