কুমিল্লায় ক্লাসে ফিরতে পেরে খুশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

প্রায় এক মাস পর শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম। আজ বুধবার সকাল ৯ টা থেকে ক্লাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

উৎসবমুখর পরিবেশেই শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। তবে সরকারি নির্দেশনার প্রথম দিন হওয়া স্কুলে কিছুটা কম উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অস্থিতিশীল অবস্থা কাটিয়ে পুনরায় শ্রেণী কার্যক্রম শুরু হওয়ায় বিদ্যালয় নিরাপত্তার দিকেও জোর দিয়েছেন কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন পর বিদ্যালয়ে এসে তারা খুশি। আবারো ক্লাসে ফিরতে পেরে বন্ধুবান্ধবদের সাথে দেখা হয় ভালো লাগছে তাদেরও।

শিক্ষকরা জানিয়েছেন, গত এক মাসে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করবেন তারা।যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান সম্পন্ন করা হবে।