কুমিল্লায় চারজনের করোনা শনাক্ত

জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

কুমিল্লায় চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন। আক্রান্তদের মধ্যে কেউ নগরীর, কেউ জেলার অন্যান্য উপজেলার বাসিন্দা।
করোনার দ্বিতীয় ধাপে জেলায় এটি প্রথমবারের মতো একসঙ্গে একাধিক রোগী শনাক্ত হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশির আহমেদ মুঠোফোনে জানান, গত দুই দিনে তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর শনিবার আরও একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের সবার নমুনা কুমিল্লা নগরীর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার মাধ্যমে সংগ্রহ করা হয় এবং সেখান থেকেই রিপোর্ট পজিটিভ আসে।
তিনি বলেন, “চারজনই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। দুইজন ইতোমধ্যে ঢাকায় চিকিৎসার জন্য চলে গেছেন। তবে একজনের বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
এদিকে, করোনার প্রথম ধাক্কা কেটে যাওয়ার পর এত দিন কুমিল্লায় নতুন করে রোগী শনাক্ত হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু এখন আবার নতুন করে রোগী শনাক্ত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই শনাক্তকরণ দ্বিতীয় ধাপের শুরু হতে পারে এবং এখনই সতর্ক না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।
শহরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, নতুন করে আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই মাস্ক পরা শুরু করেছেন এবং সচেতনতার চেষ্টা করছেন। তবে অনেক জায়গায় এখনো স্বাস্থ্যবিধি মানার তেমন চিত্র দেখা যাচ্ছে না। বাজার, গণপরিবহন বা ওষুধের দোকানগুলোতে ভিড় আগের মতোই রয়ে গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নমুনা পরীক্ষার হার বাড়ানো হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রচার-প্রচারণা চালানো হবে। সংক্রমণ যাতে আর না বাড়ে সে জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা ভাইরাস এখনো পুরোপুরি নির্মূল হয়নি। হঠাৎ করে শনাক্ত বৃদ্ধির ঘটনা সেটিরই ইঙ্গিত বহন করে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ করোনা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।
এ অবস্থায় শহরজুড়ে সাধারণ মানুষের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। নগরীর বাসিন্দারা বলছেন, দ্বিতীয় দফায় করোনা শনাক্ত হওয়ায় তারা আবার সেই পুরনো আতঙ্কের দিনে ফিরে যাওয়ার আশঙ্কা করছেন। সতর্কতা আর সচেতনতার মাধ্যমেই এই পরিস্থিতি মোকাবিলা সম্ভব বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।