কুমিল্লা জেলার দেবিদ্বারের সড়কের পাশে একটি কার্টনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১ ডিসেম্বর) দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্হানীয় সূত্রে জানা যায়, বারেরা এলাকার তিন জন শিশু সকালে খেজুরের রস সংগ্রহ করতে এসে, দেবিদ্বার টু চান্দিনা সড়কের পাশে একটি কার্টুন বক্স দেখতে পায। পরে তারা খুলে দেখেন একটি নবজাতকের মৃতদেহ।
শিশুরা সঙ্গে সঙ্গে স্হানীয়দের খবর দিলে তারা এসে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ দেখতে পান বলে জানায়। পরে পুলিশকে খবর দিলে তারা নবজাতকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ওসি বলেন, সড়কের পাশে একটি কার্টনের ভেতর নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নবজাতকের পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি চলছে।