কুমিল্লার দেবিদ্বারে হাত-পা ও চোখ-মুখ বাঁধা এক নারীর লাশ উদ্ধার

দে‌বিদ্বার প্রতি‌নি‌ধি।।
প্রকাশ: ২ সপ্তাহ আগে

কুমিল্লার দেবিদ্বারে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে‌ছে পু‌লিশ।

বৃহস্প‌তিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দি‌কে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ইউছুফপুর এলাকায় সেতুর নীচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় । এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় সনাক্ত হয়নি।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, উদ্ধারকৃত মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ হবে। তাকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যা করে হাত-পা, চোখ-মুখ বাঁধা অবস্থায় মহাসড়কের উপর থেকে সেতুর নিচে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। মরদেহে আঘাতের চিহ্ন ছিল। মনে হচ্ছে গতকালই ওই নারীকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে মেরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

তি‌নি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে স্থানীয় গ্রাম পুলিশ আমাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ সনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হ‌বে।