কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় মামলা না থাকায় অপারেশন ডেভিল হান্টের ১০ দিনেও গ্রেফতার শূন্য

মোস্তাফিজুর রহমান।।
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে কোন মামলা না হওয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানের ১০ দিনেও গ্রেফতার নেই কেউ।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের জন্য নিরাপদ উপজেলা হচ্ছে ব্রাহ্মণপাড়া। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী, হুমকিদাতা অনেকই আছে কিন্তু তাদের বিরুদ্ধে কেউ কোন মামলা করে নাই।

তারা এখন বিএনপি জামায়াতের ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা ভাবছিলাম অপারেশন ডেভিল হান্টে হয়তো তাদেরকে গ্রেফতার করা হবে কিন্ত না তারা বিএনপির জামায়াতের কাঁধে ভর করে সুন্দর দিন পার করছে। তাদের অভিভাবক আগে ছিল আওয়ামী লীগ আর এখন হচ্ছে বিএনপি।

ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, আন্দোলন চলা অবস্থায় অনেক আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতারা আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে।

ব্রাহ্মণপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মিছিল করেছে। তারা ফেইসবুকে প্রপাগাণ্ডা ছড়িয়েছে। আবার তারাই এখন কিছু নেতার ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরাঘুরি করছে। প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।

তাহলে অপারেশন ডেভিল হান্ট অভিযান কার জন্য? ব্রাহ্মণপাড়ায় কি কোন আওয়ামী সন্ত্রাস নেই? যারা তাদেরকে নিরাপত্তা দিচ্ছে তারাও অপরাধী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দরকার।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, এ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলাকারীদের বিরুদ্ধে কোন মামলা নেই। অন্য থানার আসামী যারা আছে তাদেরকে গ্রেফতার করে সেই থানায় পাঠিয়ে দেই।