কুমিল্লায় শরীরে ধাক্কা লাগায় ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লায় মাহফিল চলাকালে গায়ের সঙ্গে থাক্কা লাগায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম মো. ইয়াসিন(১৯), তিনি সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা গেছে, দুর্গাপুরের পাশের এলাকা রামচন্দ্রপুরে ওয়াজ মাহফিলকে ঘিরে বসা দোকান-পাটে ইয়াসিনের শরীরের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের হাত থেকে ছোলা বুট পড়ে যায়। এই নিয়ে তর্ক বিতর্ক থেকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যায়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য রাতেই কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।