কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস- এ ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন বরণ সম্পন্ন 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) (২০২১-২০২২) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) সকালে কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আব্দুস সেলিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের  গভর্নিং বডির সদস্য বিশিষ্ট নারীনেত্রী পাপড়ি বসূ, উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, বি-বাড়ীয়া ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ আশরাফ হোসেন, প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক পিযুষ কান্তি সরকার, প্রভাষক মোহাম্মদ খোরশেদ আলম, প্রভাষক রেহেনা শিরিন, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার, প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন প্রমুখ।
অনুষ্ঠানের প্রথমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে অতিথিগণ একে একে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না। সকলকে দেশপ্রেমিক হতে হবে। সকলকে দূর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ব হয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে। এ জাতীকে দূর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরীক্ষায় পাসের জন্য লেখাপড়া নয়, ভাল মানুষ হয়ে মানুষের সেবা করার জন্য লেখাপড়া। প্রকৃত মানুষ হতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,সহযোগী অধ্যাপক আলী আহসান টিটু।