কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ

'সবুজে থাকুন, সবুজে বাঁচুন'
'সবুজে থাকুন, সবুজে বাঁচুন'
প্রকাশ: ৪ মাস আগে

 

আবু সুফিয়ান রাসেল।।
‘সবুজে থাকুন, সবুজে বাঁচুন’- এ স্লোগানে কুমিল্লা গার্ডেনার্স সোসাইটি নামে একটি ফেসবুক সংগঠন গাছের চারা বিতরণ করেছে। গতকাল কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে প্রায় দশ হাজার চারা ও কাটিং বিতরণ করে সংগঠনটি। এছাড়াও চার জাতের বিজ বিনামূল্যে বিতরণ করা হয়।
সংগঠনের সূত্রমতে, ২০১৬ সালে কুমিল্লা মেডিকেল কলেজের প্রভাষক ডা. আবু নাঈমের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু। বর্তমানে সংগঠনটির ফেসবুক গ্রুপে সদস্য সংখ্যা ৫৬ হাজার। এ পর্যন্ত চার লক্ষাধিক চারা, কাটিং ও বীজ বিনামূল্যে বিতরণ করেছে সংগঠনটি।
কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. আবু নাঈম বলেন, কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, কুমিল্লাকে সবুজ করে তুলতে আমাদের এই প্রচেষ্টা। কুমিল্লার একটি ছাদও যেন খালি না থাকে। যা বর্তমান মেয়র মহোদয়ের নির্বাচনী ঘোষণার অংশ। নগরীর বাসিন্দাদের আমরা বলছি, ইট-পাথরের এই শহর আবারো সবুজে ভরে দিতে চাই।

 

কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এম. নার্গিস আক্তার বলেন, আমরা নতুন প্রজন্মের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রায় ১০ হাজার দশ হাজার চারা ও কাটিং বিতরণ করি। এবং একটি বার্তা বারবার দিয়েছি, একটি গাছ কাটার পূর্বে তিনটি গাছ লাগান।