রুবেল মজুমদার।।
কুমিল্লা নগরীর উনাইশারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে বড় ভাই।
মঙ্গলবার (২১) মে রাত সাড়ে ৯ টায় নগরীর ২০ নং ওয়ার্ডে উনাইশার এলাকায় হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবু মিয়া (৪০)ওই এলাকার
মৃত নুরুল ইসলামের ছেলে। জমি বিরোধ কে কেন্দ্র করে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত তার ছোট ভাই ইব্রাহিম খলিল।
বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ থানার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়,
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর উনাইশার মাজার মসজিদের সামনে পারিবারিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে ছোট ভাই ইব্রাহিম খলিলের নেতৃত্বে পরিকল্পিতভাবে তার সহযোগীসহ মিলে তাকে পিটিয়ে আহত করে, পরে আবু মিয়াকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপর ঘাতক ইব্রাহিম খলিল তার সহযোগীদের নিয়ে আত্মগোপনে আছে।
পরিকল্পিত এই হত্যাকান্ড নিয়ে নিহতের স্ত্রী সন্তানের আহাজারীতে এলাকায় শোকের মাতন বইছে।
সদর দক্ষিণ থানার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করে।
ময়নাতদন্তের জন্য নিহতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সায়মন বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযুক্তদের নামে মামলা দায়ের করছেন।অভিযুক্তদের গ্রেফতারে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি।