২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি লন্ডন থেকে পুরো সম্মেলন উপভোগ করবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে নগর কুমিল্লায় সাজ সাজ রব বিরাজ করছে। সম্মেলনের কেন্দ্রস্থল কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়কে সাজানো হয়েছে বিভিন্ন রঙ্গের বাতি দিয়ে।
জানা যায়, কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ডে গণতান্ত্রিক পন্থায় উৎসবমুখর পরিবেশে সম্মেলন করে ২৫ ফেব্রুয়ারি মহানগরের সম্মেলন করার সিদ্ধান্ত নেয় দল। এই সম্মেলনে মোট ২৭২৭ জন কাউন্সিলর ও ৪ হাজার ডেলিগেটস উপস্থিত থাকবেন। সময় সম্মেলনে শৃঙ্খলা বজায় রাখবেন ৮০০ জন স্বেচ্ছাসেবক।
সম্মেলনের শুরুতে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সম্মেলনে উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া , ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন-উর-রশীদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন , কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মোস্তাক মিয়া ।
আজকের মহানগর বিএনপির প্রথম সম্মেলন সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপু বলেছেন, আল্লাহর রহমতে আজ কুমিল্লা মহানগর বিএনপির যে সম্মেলন হবে সেটা দেশের কাছে উদাহরণ হয়ে থাকবে। কাউন্সিলর ও ডেলিগেট ছাড়াও হাজার হাজার নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণও উপস্থিত থেকে আমাদের শান্তিপূর্ণ সম্মেলন দেখবেন। নেতৃত্বদ্বয় , সম্মেলনকে কেন্দ্র করে প্রশাসন ও কুমিল্লাবাসীর কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন।