বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লক্ষ ৪০ হাজার ৪৯৫ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মেহেদী, সিগারেট ও বাজি জব্দ করেছে। সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা আদর্শ সদরের বালুতুপা এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৫ হাজার ৮৫৬ পিস মেহেদী, ২২৫ প্যাকেট সিগারেট এবং ১ লাখ ২৩ হাজার ৬৭৯ পিস বাজি উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যগুলোর মোট মূল্য প্রায় ৫০ লক্ষ ৪০ হাজার ৪৯৫ টাকা। এসব পণ্য চোরাচালানের উদ্দেশে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, “সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজকের সফল অভিযান এ অঞ্চলে অবৈধ পণ্য চলাচল রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি উল্লেখ করেন, জব্দকৃত মালামাল শিগগিরই সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।