কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। শনিবার নগরীর ঝাউতলার একটি হোটেলে দুই ধাপে ২৭ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের পোলিং এজেন্টদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রশিক্ষক বলেন, বিকাল ৪ টার মধ্যে কেন্দ্রে ভোটার এলে তাদের ভোট নেয়া হবে। রাত ১২ টা বাজলেও ভোট নেয়া হবে। সবাই তার দায়িত্ব সঠিক ভাবে পালন করলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে। প্রশিক্ষণ প্রদান করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডাইরেক্টর (ইলেকশন) ড. মো. আব্দুল আলীম।
জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত কাউন্সিলর প্রার্থীদের প্রথম ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ২য় ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের প্রশিক্ষণে বক্তব্য রাখেন মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু। সমাপনী বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার বাসার। দ্বিতীয় ধাপের প্রশিক্ষণে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
উল্লেখ্য – শুক্রবার মেয়র প্রার্থীর পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রধান ডানা লি ওল্ডস।