কুসিক নির্বাচন : বৃষ্টি উপেক্ষা করে সাক্কু – কায়সারের গণসংযোগ চলছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

স্টাফ রিপোর্টার ।। আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার রোববার বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
বিএনপি থেকে বহিস্কৃত সাবেক মেয়র ও টেবিল ঘড়ি নিয়ে নির্বাচন করা মনিরুল হক সাক্কু রোববার সকালে সিইসির মতবিনিময় সভায় অংশ নেন। বিকালে তিনি নগরীর ১১নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।
অপর দিকে ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা স্বেচ্ছাসেবক দল থেকে বহিস্কৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকালে সিইসির মতবিনিময় সভায় অংশ নেন।দুপুরের পর থেকে তিনি নগরীর ১৯নং ও ২৬ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন।উভয় প্রার্থীই ভোটারদের কাছে নিজ নিজ প্রতীকে ভোট চান।
অন্য দিকে, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ঢাকায় অবস্থান করায় তার পক্ষে তার নেতাকর্মীরা নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।