এছাড়া বিদেশিদের মধ্যে পাথুম নিসাঙ্কা, জেমস ফুলারকেও ড্রাফট থেকে বেছে নিয়েছে বরিশাল। সবমিলিয়ে ড্রাফটে তাদের প্রায় ৫ কোটি ৪৮ লাখ টাকা খরচ করতে হয়েছে।
ড্রাফটে দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ২৬ লাখ টাকা খরচ করেছে সিলেট স্ট্রাইকার্স। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, রনি তালুকদারদের সাথে বিদেশি খেলোয়াড় ক্যাটাগরিতে রিস টপলি, রাহকিম কর্নওয়ালদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে দীর্ঘ ৯ বছর পর বিপিএলে ফিরে ড্রাফটের আগেই চমক দেখিয়েছিল চিটাগং কিংস। আলোচিত-সমালোচিত সাকিব আল হাসানকে তারা সরাসরি চুক্তিতে দলে ভেড়ায়। সোমবারের ড্রাফট থেকে দেশি-বিদেশি খেলোয়াড় টানতে দলটি খরচ করেছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।
এবারের বিপিএলের নবাগত দুই দল দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস ড্রাফটে তুলনামূলক কম খরচ করেছে। জিসান আলম, আকবর আলীদের নিয়ে দল গড়তে রাজশাহী খরচ করেছে প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা। অন্যদিকে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ড্রাফট থেকে দলে নিয়েছে লিটন দাস, হাবিবুর রহমান সোহান, সাইম আইয়ুবদের। তাদের খরচ হয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা।
আর প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে কম পকেট খসিয়ে দল গড়েছে রংপুর রাইডার্স। সবমিলিয়ে প্রায় ২ কোটি ১২ লাখ টাকার মধ্যেই ড্রাফটের খরচকে সীমাবদ্ধ রেখেছে তারা।