শনিবার (১৩ জানুয়ারি )বিকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ৩নং টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে অবস্থিত মফিজ উদ্দিন সরকার মডেল মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আজহার – রাশিদা ফাউন্ডেশন।
আজহার – রাশিদা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মফিজ উদ্দিন সরকার মডেল মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারি আবরারুল হক সরকার শরীফ, নির্বাহী সদস্য মাওলানা এমদাদুল হক সরকার টিপু, মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা হোসাইন ,হাফেজ নেওয়াজ মোর্শেদ প্রমুখ।
অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে আজহার-রাশিদা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শাহাজাদা এমরান বলেন, আমার আব্বা ও আম্মার নামে ২০২০ সালে এই ফাউন্ডেশনটি করার পর থেকেই আমি আমার ক্ষুদ্র সামর্থ্য ও বন্ধুবান্ধবের সহযোগিতা নিয়ে চেষ্টা করছি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। আমাদের এই সংগঠনটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।