গাজীপুরে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বকেয়া বেতনের দাবিতে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতুকিতলা এলাকায় বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ অবরোধ করেন তারা।

   মাহমুদ জিন্স পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। অবরোধে সড়কের উভয় পাশে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

শ্রমিকরা জানায়, তারা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। দুই মাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জুবায়ের বলেন, ‘দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।’