গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতুকিতলা এলাকায় বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ অবরোধ করেন তারা।
শ্রমিকরা জানায়, তারা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। দুই মাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জুবায়ের বলেন, ‘দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।’