চট্টগ্রামের ডিপোতে বিস্ফোরণে পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের  মৃত্যু খবর পাওয়া গেছে। দগ্ধ ও আহত হয়েছেন ২ শতাধিক। এদিকে বিস্ফোরণে ৭ জন শিল্প পুলিশ এবং ২ জন সীতাকুণ্ড থানার পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে এক পুলিশ সদস্যের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে সীতাকুণ্ড থানার কনস্টেবল তুহিনের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও আরও ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রাশিদুল হক গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের কারণে কনস্টেবল মোহাম্মদ তুহিন হোসেনের ডান পায়ের গোড়ালি গুরুতর আঘাত লেগে থেঁতলে গেছে। তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণের কারণে দুর্ঘটনাস্থলে প্রবেশ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কাছে রাত ৯টা ২৫ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। প্রথমে সেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট যায়। পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাদের সঙ্গে পুলিশ ও স্থানীয়রা সহায়তা করছে।

রাসায়নিক কনটেইনারে বিস্ফোরণের কারণে আগুন আরও ছড়িয়ে পড়েছে বলে তিনি জানান তিনি।