চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার মোল্লাকান্দি নামকস্থান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মানিক জানান।
নিহতের বয়স আনুমানিক ৩০ নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এএসআই বলেন, “জরুরি সেবা -৯৯৯ নম্বর থেকে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহটি উদ্ধার করি। ধারণা করছি, মরদেহটি ৪-৫ দিন আগের। ধারণা করছি, মরদেহটি ৪-৫ দিন আগের। মৃত ব্যক্তির পরনে কোনো কাপড় ছিল না।
“আশেপাশের লোকজনদের জিজ্ঞাসা করা হচ্ছে। তবে স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় সনাক্ত করতে পারছেন না।”
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।