চিরকুট লিখে ফাঁস দিল মাদরাসাছাত্রী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলায় ফাঁস দিয়ে সুরাইয়া সুলতানা অপি নামে এক মাদরাসাছাত্রী আত্মহত্যা করেছে। তার লাশের পাশে একটি চিরকুট পায় পুলিশ। এতে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি স্বেচ্ছায় আত্মহত্যা করেছি।’

শুক্রবার রাতে দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুরাইয়া সুলতানা একই গ্রামের আবু সুফিয়ানের মেয়ে। সে স্থানীয় হোসাইনিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সুরাইয়া সুলতানা অপি তার মায়ের সঙ্গে অভিমান করে শুক্রবার রাতে বসত ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ শনিবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।