চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে উম্মে হাফসা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পশ্চিম পাড়া মিয়াজী বাড়ির সংলগ্ন শাহী জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।
শিশু হাফসা একই গ্রামের মো: আলমগীর মিয়াজীর চতুর্থ কন্যা। হাফসার মৃত্যুতে তার মা-বাবা সহ পরিবারের লোকজন শোকে বারবার মুর্ছা যাচ্ছেন। স্বজনদের গগনবিদারী চিৎকারে যেন আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে। নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বিষয়টি নিশ্চিত করে নিহত হাফসার চাচা মো: মনির হোসেন মিয়াজী বলেন, ‘চার বছর বয়সী হাফসা বৃহস্পতিবার সকালে খেলার ছলে বাড়ির পাশের মসজিদের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোাঁজাখুঁজি করে। কিছুক্ষণ পর তাকে মসজিদের পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।