চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা, গুণীজন ও হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃদয় হাসান।।
প্রকাশ: ৩ মাস আগে

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা, গুণীজন এবং কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) কনকাপৈত বাজারস্থ মাদরাসা মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার এবং কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ আলম খোকন। পরিচালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক মোল্লা বাদল। বক্তারা মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে নতুন প্রজন্মের নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেন।

পরে, অনুষ্ঠানে ১২ জন মুক্তিযোদ্ধা ও ২০ জন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৩৫ জন হাফেজকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা মো. ইব্রাহিম, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, কনকাপৈত ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা মফিজুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ফাউন্ডেশনের এই আয়োজন মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সম্মানিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার দৃষ্টান্ত স্থাপন করেছে বলে আয়োজকরা মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ভবিষ্যতে আরও এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।