সংবাদ বিজ্ঞপ্তি।।
ছাত্রলীগ থেকে সরাসরি নব-গঠিত আওয়ামী লীগে নব-নিযুক্ত উপ-দপ্তর সম্পাদক নাইমুল হক হিমেল। কুমিল্লা ৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারের একক ইচ্ছায় তাকে ছাত্রলীগ থেকে সরাসরি আওয়ামী লীগে আনা হয়েছে বলে জানা যায়। উপ-দপ্তর সম্পাদক হিমেল ২০১৫ সাল থেকে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরে সাংসদ তাকে ছাত্রলীগের সভাপতি বানাতে চাইলেও কেন্দ্রীয় জটিলতায় তা সম্ভব হয়নি বলে তাকে সরাসরি আওয়ামী লীগে নিয়ে আসে বলে জানা যায়।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিমেল ছোট বেলা থেকেই তৃণমূলের ছাত্ররাজনীতি থেকে বেড়ে উঠা ছাত্রনেতা। তার পিতা মরহুম আশরাফুল ইসলাম ছিলাম বীর প্রতিক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।