ছুটিতে বাড়ি ফিরে মাছ ধরতে গিয়ে ফিরলেন নিথর দেহে

ফেনী প্রতিনিধি :
প্রকাশ: ২ years ago

ফেনীর দাগনভূঞায় পুকুরে সেচ দিতে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান মিঠু নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মোহরবাগ গ্রামে এ ঘটনা ঘটে। ২২ বছর বয়সী মেহেদী একই গ্রামের মোহাম্মদ সোহাগের ছেলে। তিনি পেশায় গ্যারেজ মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানায়, কক্সবাজারের একটি মোটর গ্যারেজে কাজ করতেন মেহেদী। দুদিন আগে ছুটিতে বাড়ি আসেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে মোটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার চেষ্টা করেন তিনি। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।