বুধবার (১৮ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপের মধ্যাহ্নে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গতকাল না আসার ব্যাখ্যা ও প্রধান উপদেষ্টার টেলিফোন
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আপত্তি
জামায়াতের নায়েবে আমির বলেন, লেবেল প্লেয়িং ফিল্ড কী—আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো এখনও বুঝেননি। কারণ যিনি এক মাসে একটি ভবনের তালা খুলতে পারেননি, তিনি নির্বাচনের সময় কী করতে পারবেন—তা জানা হয়ে গেছে।
সাংবিধানিক কাউন্সিলে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে চায় না জামায়াত
ডা. তহের বলেন, প্রথমত সাংবিধানিক কাউন্সিলের পক্ষে জামায়াত। তবে এর সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সম্পৃক্ততা চাই না। কারণ তারা দুই জনই স্ব-স্ব ক্ষেত্রে ব্যস্ত থাকেন। তাছাড়াও কোনও বিষয়ে বিরোধ হলে সমাধান করবেন কে? তাই সেখানে প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলীয় নেতা ও স্পিকার থাকবেন।