তিনবারের বিশ্বকাপজয়ী পেলে ‘শান্তিতে ঘুমাও’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া কিংবদন্তি ফুটবলার এডসন আরান্তেস ডি নাসিমেন্তো পেলে আর নেই।

দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন ৮২ বছর বয়সী এই তারকা।

পেলের মৃত্যুর খবর জানাতে গিয়ে ইন্সটাগ্রামে তার মেয়ে কেলি নাসিমেন্তো লিখেছেন, ‘তোমার প্রতি অপরিমেয় ভালোবাসা! শান্তিতে ঘুমাও!’

ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই পেলেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলে  থাকেন। তিনি ৬৯৪ ম্যাচে অংশ নিয়ে ৬৫০টি গোল করেন। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে অংশ নিয়ে করেন ৭৭ গোল।