তিন দেশে আয়োজিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

এখনো মাঠে গড়ায়নি ২০২২ কাতার বিশ্বকাপ। তবে এরই মধ্যে আসন্ন বিশ্বকাপের পরবর্তী আসর নিয়ে সবাইকে বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

২০২২ বিশ্বকাপ এক দেশে হলেও ২০২৬ বিশ্বকাপ আয়োজক হতে যাচ্ছে একাধিক দেশ। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম তিন দেশে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপ। শুধু তাই নয়, ২০২৬ বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দেশকে দেখতে পাওয়া যাবে ট্রফির জন্য লড়তে।

উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মিলে আয়োজন করতে চলেছে ২০২৬ বিশ্বকাপ। সেই তিন দেশের অন্তত দুটি করে শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হবে।

যাচাই-বাছাই শেষে ফিফা জানিয়ে দিয়েছে, কোন কোন শহরে আয়োজিত হতে চলেছে ২০২৬ বিশ্বকাপ। সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি শহরে আয়োজিত হবে বিশ্বকাপ। এছাড়া মেক্সিকোর তিন ও কানাডার দুটি শহরে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।