দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাপোসার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক ডিজি আর্থার ফ্রেসার। গত বৃহস্পতিবার জোহানেসবার্গের একটি আদালতে এ মামলা দায়ের করা হয় রাষ্ট্রপতির বিরুদ্ধে।
বাদী মামলায় অভিযোগ এনেছেন- ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি দেশটির লিম্পোপু প্রদেশের একটি কৃষি খামারে ৪ মিলিয়ন রেন্ড চুরি হয়। এই চুরির সাথে রাষ্ট্রপতি সিরিল রামাপোসা জড়িত। এমন অভিযোগ এনে মামলা দায়ের করা হলেও রাষ্ট্রপতির পক্ষ থেকে অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে- লিম্পোপুর পালা কৃষি খামারে ডাকাতির ঘটনাটি সত্য হলেও ঘটনার সঙ্গে রাষ্ট্রপতি জড়িত নন। ২০২০ সালে ডাকাতি হলেও মামলার অভিযোগের বিষয়গুলোর সাথে প্রেসিডেন্ট রামাপোসা কোনোভাবেই জড়িত নন। এমনকি ঘটনার দিন রাষ্ট্রপতি রামাপোসা মোজাম্বিকে আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মামলাটি তদন্ত করছে।
রাষ্ট্রপতির বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের হওয়ায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক চলছে।