দারুল ইসলাম মডেল মাদরাসার বার্ষিক পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

দারুল ইসলাম মডেল মাদরাসার বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)

মাদরাসার হালুয়াপাড়া ক্যাম্পাস মিলনায়তে এ আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফাসসিরে কুরআন, মাওলানা মোল্লা নাজিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক শহিদুল্লাহ মিয়জী, দারুল ইসলাম মডেল মাদরাসার সেক্রেটারী কামাল হোসেন, মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল জলিল মাদানী, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, এডভোকেট ইবরাহীম মনির, মাদরাসার পরিচালক জিয়াউর রহমান, মাদরাসার আরবি শিক্ষক মাও: বেলায়েত হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দারুল ইসলাম মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহিসন কবীর।

প্রধান অতিথির বক্তব্য মাওলানা মোল্লা নাজিম বলেন, মাদরাসার শিক্ষার্থীরা সব ক্ষেত্রে এগিয়ে আছে। মেডিকেল, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাদরাসার শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় হচ্ছে। আরেকটি বিষয় কিছু মাদরাসায় ছাত্রদের দিয়ে উস্তাদ হাত-পা, চুল টিপান। খেদমত নেন, মালিশ করেন। এটি জায়েজ নেই।