নগরীর দুই হাসপাতাল বন্ধ করে দিলেন ম্যাজিস্ট্রেট

সোহাইবুল ইসলাম সোহাগ ।।
প্রকাশ: ২ মাস আগে

নানা অনিয়ম ও বৈধ লাইসেন্স না পাওয়ায় কুমিল্লা নগরীর দুইটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করে বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি দুটি হচ্ছে-
কুমিল্লা কমফোর্ট হসপিটাল ও নিউ সিটি হসপিটাল কুমিল্লা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ডা. মেহেদী হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, রেসকোর্সের কমফোর্ট হসপিটালটির ২০১৯ সাল তেকে লাইসেন্স মেয়াদোত্তীর্ণ।ল্যাব ও অপারেশন থিয়েটারে ছিলো নোংরা পরিবেশ।এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।এছাড়া বিধি অনুযায়ী হসপিটালটি বন্ধ ঘোষণা করা হয়।

অপরদিকে শাকতলা এলাকার নিউ সিটি হসপিটালেও দেখা যায়- নোংরা পরিবেশে ছোট ছোট কক্ষে রোগীদের রাখা হয়েছে।বিধি অনুযায়ী নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম। অপারেশন থিয়েটারের অবস্থা খুবই নাজুক।এসব অপরাধে এই প্রতিষ্ঠানটিকেও মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।বৈধ কোনো কাগজপত্র না পাওয়াই হসপিটালটিও বন্ধ ঘোষণা করা হয়।