নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র ডেপুটি গভর্নর। এতে সদস্য হিসাবে রয়েছেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, নতুন টাকা ছাপানোর বিষয়টি অনেক দূর এগিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আনা সম্ভব হবে। উল্লেখ্য, গত ১ জুলাই থেকে সরকারির চাকরির কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন শুরু হয়। পরে এতে ব্যাপকভাবে হতাহতের ঘটনা ঘটলে আন্দোলনের সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়ে যায়। আন্দোলন রূপ নেয় সরকার পতনের একদফায়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর গত ৮ আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বাজারে নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া সরকারের পদত্যাগের পর আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাওয়ার সময় ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিয়ে গেছেন। এতে ব্যাংকে নগদ নোটের সংকট দেখা দেয়। যা এখনো চলমান রয়েছে। এ কারণে বাজারে নোটের প্রবাহ বাড়াতে সরকার নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নেয়।