নদীতে মাছ ধরতে গিয়ে নাসিরনগরে বজ্রপাতে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
প্রকাশ: ৭ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহিন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের লালুয়াটুক গ্রামে এঘটনা ঘটে।

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান,সকালে লালুয়াটুক গ্রামের মো: সাজু মিয়ার ছেলে মো: শাহিন মিয়া বাড়ির পাশে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।

নাসিরনগর উপজেলা নিবার্হী অফিসার মো: ইমরানুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।