নাঙ্গলকোটে ডাকাতির মালামালসহ ৫ ডাকাত আটক

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি।।
প্রকাশ: ৪ মাস আগে

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির মালামালসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। রোবাবার (১০ নভেম্বর) রাতে পুলিশ প্রযুক্তির মাধ্যমে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে এনড্রয়েড ও বাটন মোবাইল ফোন, স্মার্ট টিভি ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

আটক ডাকাত দলের সদস্যরা হলেন-নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউপির শাকতলী মুন্সি বাড়ীর ওসমান গণির ছেলে মো. আবু বক্কর (৫০), জোড্ডা পশ্চিম ইউপির নোয়াপাড়া মিস্ত্রি বাড়ির ওলি মিয়া প্রকাশ দেলু মিয়ার ছেলে বাবুল (৪৫), আদ্রা দক্ষিণ ইউপির ভোলাইন গ্রামের আবদুল হাকিমের ছেলে শাহিন (৩৯), বটতলী ইউপির জিনিয়ারা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোস্তফা (২৮), জোড্ডা পূর্ব ইউপির পানকরা গ্রামের মোকছুদের ছেলে মো. রাবিক।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরির্দশক মো. ওবাইদুল হক জানান, গত ৬ নভেম্বর নাঙ্গলকোটের জোড্ডা ইউপির তালতলা এলাকায় নাছিমা আক্তার পাখির রান্না ঘরের টিন কেটে ঘরে ডুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকা ও বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ বিষয়ে মরিয়ম আক্তার বাদী হয়ে অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলেও জানান তিনি।