নাঙ্গলকোট প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নবাগত নির্বাহী অফিসার রায়হান মেহেবুবের সাথে নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের মত বিনিময় সোমবার সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময় সবায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল হক, প্রকল্প কর্মকর্তা শামীমা আক্তার, নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা অধ্যক্ষ সায়েম মাহবুব, সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সহ-সভাপতি এ এইচ এম আবুল খায়ের, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুছ, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য সোহবার হোসেন, তাজুল ইসলাম মিয়াজী, হুমায়ুন কবির প্রমুখ।
মত বিনিময় শেষে নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুবকে ফুলেল শুভেচ্ছা জানান।