“অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালন করা হয়েছে ।
শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার ।
এসময় আলোচনা সভায় বক্তারা নারীদের অধিকার,ক্ষমতা এবং উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা নারী ও কন্যাদের সমতা নিশ্চিত করার জন্য বিভিন্ন আইনি, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তারা আরও বলেন, নারীদের শিক্ষার সমতা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে দেশকে সামগ্রিকভাবে উন্নত করা সম্ভব। এছাড়া সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, এবং নারীদের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী মাহমুদ আকন্দ,উপ-পরিচালক, স্থানীয় সরকার; জনাব মাহফুজা মতিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন,অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারী উদ্যোক্তাগণসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।
কুমিল্লা জেলা প্রশাসন নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাবে এবং এই ধরনের অনুষ্ঠানগুলো দেশের সব স্তরের নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।