নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল ওরফে নদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজলকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক  বলেন, দুজনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় মামলা আছে। এই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।