কুমিল্লা নগরীতে বিএনপি দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী নিজাম উদ্দীন কায়সারের গণসংযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

স্টাফ রিপোর্টার।।

আজ শুক্রবার জুমা নামাজ শেষে কুমিল্লা নগরীর সদর হাসপাতাল জামে মসজিদে  বিএনপি দলীয় সম্ভাব্য  প্রার্থী ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দীন কায়সার মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি নগরীর  ১১ ও ১৩ নং ওয়ার্ডে  ব্যাপক  গণসংযোগ করেন।

এ সময় নিজাম উদ্দীন কায়সারের সাথে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে বিএনপি দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দীন কায়সার বলেন, আমি নতুন প্রজন্মের সন্তান। আমি আমার প্রিয় কুমিল্লাকে নতুন ভাবে সাজাতে চাই। আমি যদি আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হতে পারি তাহলে কথা দিচ্ছি আল্লাহর রহমতে এই কুমিল্লা নগরীকে এমন ভাবে সাজাবো যাতে দেশের বিভিন্ন জেলার মানুষ কুমিল্লাকে এক নজর দেখতে এখানে ছুটে আসে।