ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। জুনের দ্বিতীয় সপ্তাহে বিশ্বকাপ ফুটবলের ট্রফি ঢাকায় আসার কথা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ট্রফি পরিভ্রমণের কমার্শিয়াল পার্টনার কোকাকোলা।

কোকাকোলা বিশ্বকাপ ট্রফি পরিভ্রমণের পৃষ্ঠপোষক। প্রতি বিশ্বকাপের আগে ট্রফি কোন কোন দেশে যাবে সেটা এই প্রতিষ্ঠান ও ফিফা যৌথভাবে ঠিক করে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগে বাংলাদেশে না এলেও শ্রীলংায় ট্রফি পরিভ্রমণ করেছিল। এবার বাংলাদেশে আসছে। তবে দক্ষিণ এশিয়ার অন্য সব দেশে না-ও যেতে পারে।