ফুলগাজীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

ফেনীর ফুলগাজীর আমজাদহাট খেজুরিয়া সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত এক মরদেহ (৬৫) উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের আনুমানিক ৪শ’ গজ অদূরে মাঠে মরদেহটি পড়ে ছিল। স্থানীয়রা খবর দিলে বিজিবির সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

বিজিবির খেজুরিয়া ক্যাম্প কমান্ডার ওমর ফারুক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি থানায় হস্তান্তর করা হয়েছে।

ফুলগাজী থানার ওসি আবুল হাশিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ধারণা করছে, মৃত ব্যক্তি পাগল অথবা মস্তিষ্ক বিকৃত ছিলেন।