বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমানবাহিনী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে বিমানবাহিনীর ফায়ার সার্ভিস। এর আগে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় তারা। এছাড়া ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।