রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে দেশের বাকি এলাকাগুলোতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
তবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও যে নেই, তাও কিন্তু নয়। কারণ আজ আষাঢ়ের প্রথম দিন। পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে আসছে বর্ষা।
এতে বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে আদ্রতা ছিল ৯০ শতাংশ।