বাংগরায় নার্গিস নজরুল বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এন এ মুরাদ ।।
প্রকাশ: ৭ মাস আগে

মুরাদনগর উপজেলার কবিতীর্থ দৌলতপুর “নার্গিস নজরুল বিদ্যানিকেতনের” বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

রবিবার সকাল ১০ টায় নার্গিস নজরুল বিদ্যানিকেতন সভাপতি মোঃ বাবলু আলী খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মোঃ রফিকুর আলম চৌধুরী । নার্গিস নজরুল বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক মকবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মাহবুব মুন্সী।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মাহবুবুর রহমান সেলিম, মোঃ কাশেম ভাণ্ডারী, মোঃ আওয়াল মিয়া, মোঃ হারুন অর রশিদ, মোঃ ইকবাল হোসেনসহ সকল শিক্ষক শিক্ষিকার্থী বৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদ শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।