বাবা ডাকাত, ছেলে চোর; বাপ-বেটা দুইজনকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার।।
প্রকাশ: ৬ মাস আগে

কুমিল্লার বরুড়ায় মনির ডাকাত ও শুভ চোর নামে দুইজন বাপ বেটাকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজনে সম্পর্কে বাবা-ছেলে। মনির ডাকাত ১৯টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঝলম ইউনিয়নের মোল্লাবাড়ির মৃত. আবদুল মমিনের ছেলে মনির হোসেন ও মনির হোসেনের ছেলে শুভ। মনির ডাকাত এবং শুভ চোর দুইজনে উপজেলার ঝলম গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের কাছে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ‘মনির ডাকাত’ ও শুভ চোর নামে পরিচিত। বাবা-ছেলে মাদক ক্রয়-বিক্রয় ও ডাকাতি-চোরিসহ বহু অভিযোগ আছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক নেতৃত্বে মনির ডাকাত ও শুভ চোরকে (বাবা-ছেলে) নিজ বাড়ি থেকে দুইজনকে আটক করা হয়।

বরুড়া থানার ওসি নাজমুল হক জানান, গ্রেপ্তার হওয়া মনিরের বিরুদ্ধে ডাকাতি, মারামারি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধের ১৯টি মামলা রয়েছে। মনির ডাকাতকে কিছুদিন পূর্বে লগ্নসার ডাকাতি মামলা আটক দেখানো হবে এবং তার ছেলেকে চুরি মামলা দেখানো হবে। বাবা-ছেলে গ্রেপ্তারের খবরে ঝলম ও চিতড্ডা ইউনিয়নের বাসিন্দাদের স্বস্তি ফিরেছে। সন্ত্রাসীদের ধরতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।