চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় ২২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে মামলাটি করেন হাজীগঞ্জ থানার এসআই আজিজ। সন্ধ্যায় আটকদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।
জানা গেছে, শনিবার বিকেলে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। ঐ র্যালিটি টোরাগড় থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজারে এলে পুলিশের ওপর হামলা করেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীসহ ১৮৬ জনকে আসামি ও ২৫০-৩৫০ নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে।